সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন গঠনে তৃতীয় দফায় আজ আবারো বৈঠকে বসে সার্চ কমিটি। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক শুরু হয়।
এরআগে বুধবার নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়ে চিঠি দেয় সার্চ কমিটি। দলগুলো শুক্রবার বিকাল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে সশরীরে এসে অথবা অনলাইনে সর্বোচ্চ ১০ জনের নাম জমা দিতে পারবে। এছাড়া নির্বাচন কমিশন গঠনে আগামী শনি ও রোববার বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ৬০ জন বিশিষ্টব্যক্তির মতামত নেবে সার্চ কমিটি। এরই মধ্যে তাদের তালিকাও করা হয়েছে বলে জানা গেছে।
নতুন নির্বাচন কমিশনে দলীয় মনোভাবের কাউকে দেখতে চায় না আওয়ামী লীগ। সব দলের কাছে গ্রহণযোগ্য ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন এমন ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে প্রস্তাব করবে দলটি। এ তালিকায় থাকবেন বিচারপতি, সাবেক সামরিক-বেসামরিক আমলা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশায় অভিজ্ঞদের নাম। আগামী শুক্রবারের মধ্যে প্রস্তাবিত নামগুলো সার্চ কমিটির কাছে জমা দেবে আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে গণভবনে বসে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠক। মূল আলোচনায় ছিল নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটির চাওয়া নামের তালিকা।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর ১৩ সদস্যের কাছে নতুন নির্বাচন কমিশন কেমন হতে পারে জানতে চান। পরে, সিদ্ধান্ত হয় দলের সদস্যরা লিখিতভাবে নামের তালিকা জমা দেবেন সভাপতির কাছে।
বিগত দুটি নির্বাচন কমিশন নিয়ে নানা মহলে সমালোচনা হয়েছে। এবার কি সেই বৃত্ত থেকে বের হবে কমিশন? এ প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দাবি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন এমন যোগ্য লোকদের নামই প্রস্তাব করবে আওয়ামী লীগ। সার্চ কমিটির চাহিদা অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যেই ১০ জনের নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ।
একইসঙ্গে আওয়ামী লীগ নেতারা, সার্চ কমিটিতে বিএনপিকেও নাম প্রস্তাবের আহ্বান জানান। তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাদের সাড়া দেয়া উচিত।