শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুর জামে মসজিদের পূর্ণ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের খুশালপুর গ্রামে খুশালপুর জামে মসজিদের পূর্ণ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পৌর মেয়র মো.জুয়েল আহমেদ।
এ সময়ে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির উপদেষ্টা সৈয়দ আমিনুল ইসলাম কয়সর, সাধারন সম্পাদক হামিম মাহমুদ জয়, ক্যাশিয়ার সৈয়দ তছলিম উদ্দিন, সাবেক ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক রাজা, সমাজ সেবক আফরুজ উদ্দিন, প্রবাসী তামিম আহমেদ প্রমূখ।
এছাড়াও মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দসহ অত্র এলাকার প্রবীন মুরব্বীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।