1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

পঞ্চমবারের মত ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আগেই প্রথম দুটি ম্যাচে জিতেই তিন ম্যাচের একদিনের সিরিজ জয় নিশ্চিত করে ভারত। এবার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯৬ রানে হারিয়েছে ভারত। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করলো ভারত।

আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। এ ম্যাচেও ব্যর্থ ভারতের টপ-অর্ডার। অধিনায়ক রোহিত শর্মা ১৩, করোনা থেকে সুস্থ হয়ে সিরিজে প্রথম খেলতে নামা শিখর ধাওয়ান ১০ ও সাবেক দলনেতা বিরাট কোহলি খালি হাতে ফিরেন।

তিন সেরা ব্যাটারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যাওয়া ভারতকে খেলায় ফেরান করোনা থেকে সুস্থ হয়ে সিরিজে প্রথম খেলতে নামা আরেক খেলোয়াড় শ্রেয়াস আইয়ার। সাথে তার সঙ্গী ছিলেন উইকেটরক্ষক ঋসভ পান্থ। চতুর্থ উইকেটে ১২৪ বলে ১১০ রান যোগ করেন তারা। জুটিতে আইয়ার ও পান্থ হাফ-সেঞ্চুরি করেন।

আইয়ার ওয়ানডে ক্যারিয়ারের নবম ও পান্থ পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। পান্থ ৫৬ রানে থামলেও, সেঞ্চুরির পথেই ছিলেন আইয়ার। শেষ পর্যন্ত ৮০ রানে থামতে হয় তাকে। ১১১ বল খেলে ৯টি চার মারেন আইয়ার। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৫৬ রান করেন পান্থ।

পরের দিকে সূর্যকুমার যাদব ৬, ওয়াশিংটন সুন্দর ৩৩ ও দীপক চাহার ৩৮ রানের ছোট-ছোট ইনিংস খেলেন। ভারতকে ২৬৫ রান গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার। ভারতের শেষ চার উইকেটই হোল্ডারের পকেটে। ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন হোল্ডার।

জয়ের জন্য ২৬৬ রানের টার্গেটে শুরুতে ভারতের পেসারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। ২৫ রানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।

শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টা করে বেশি দূর যেতে পারেননি ড্যারেন ব্রাভো ও নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে ৪৯ বলে ৪৩ রান করেন তারা। ব্রাভোকে ১৯ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন আগের ম্যাচের হিরো পেসার প্রসিধ কৃষ্ণ।

এরপর ৬ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের পথ সহজ করেন কৃষ্ণ ও স্পিনার কুলদীপ যাদব। এসময় কৃষ্ণ ১টি ও কুলদীপ ২ উইকেট নিলে ৮২ রানের মধ্যে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এতে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ক্যারিবীয়রা।
কিন্তু অষ্টম ও নবম উইকেটে ৮৭ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে ওডিন স্মিথকে নিয়ে ৩০ বলে ৪০ ও নবম উইকেটে হেইডেন ওয়ালশকে নিয়ে দলকে ৭৭ বলে ৪৭ রান এনে দেন আলজারি জোসেফ।

স্মিথকে ৩৬ ও ওয়ালশকে ১৩ রানে শিকার করেন মোহাম্মদ সিরাজ। আর শেষ ব্যাটার হিসেবে জোসেফকে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন কৃষ্ণ। ৩৭ দশমিক ১ ওভারে ১৬৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৫৬ বলে ২৯ রান করেন। ভারতের সিরাজ-কৃষ্ণ ৩টি করে ও চাহার-কুলদীপ ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৬৫/১০, ৫০ ওভার (আইয়ার ৮০, পান্থ ৫৬, হোল্ডার ৪/৩৪)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৯/১০, ৩৭.১ ওভার (স্মিথ ৩৬, পুরান ৩৪, কৃষ্ণ ৩/২৭)।
ফল : ভারত ৯৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : শ্রেয়াস আইআর (ভারত)।
সিরিজ সেরা : প্রসিধ কৃষ্ণ (ভারত)।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..