বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম ইশান কিশানের। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিশানের আগে শ্রেয়াস আয়ারকে ১২ কোটি ২৫ লাখে কিনে কলকাতা নাইট রাইডার্স।
হিউ এডমিস অজ্ঞান হয়ে গেলে নতুন সঞ্চালক আসার পর প্রথমেই বিক্রি হন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গ। ভিত্তিমূল্যে তার দাম ধরা হয়েছিল এক কোটি রুপি। তবে শেষ পর্যন্ত তাকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ওয়াশিংটন সুন্দরকে ৮ কোটি ৭৫ লাখে সানরাইজার্স হায়দরাবাদ, ক্রুনাল পান্ডেয়াকে ৮ কোটি ২৫ লাখে লখনৌ, মিচেল মার্শকে ৬ কোটি ৫০ লাখে দিল্লি, আম্বাতি রাইডুকে ৬ কোটি ৭৫ লাখে চেন্নাই, ইশান কিশানকে ১৫ কোটি ২৫ লাখে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টোকে নিয়ে দর কষাকষি করতে থাকে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। এ প্রতিযোগিতায় এসে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ, ১ কোটি ৫০ লাখ ভিত্তিমূল্যের এ প্লেয়ারকে শেষ পর্যন্ত দলে নিতে সক্ষম হয় পাঞ্জাব কিংস। তার মূল্য ৬ কোটি ৭৫ লাখ রুপি।
আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটে রানের ফোয়ারা দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। ১৬ ম্যাচে ৬৩৩ রান নিয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই প্লেসিকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার দাম ৭ কোটি রুপি। হার্ডহিটার শিমরন হ্যাটমায়ারের দাম ৮ কোটি ৫০ লাখ রুপি, তার দল রাজস্থান রয়্যালস। ২ কোটি ভিত্তিমূল্যের রবিন উত্থাপা সেই দামেই গিয়েছেন চেন্নাই সুপার কিংসে। রাজস্থান আরও কিনেছে দেবদূত পাডিকালকে। তার দাম ৭ কোটি ৭৫ লাখ রুপি।
ইংল্যান্ডের জেসন রয় ২ কোটিতে পেলেন গুজরাটকে। ডোয়াইন ব্রাভো গেলেন তার পুরনো দলেই। চেন্নাই তাকে কিনেছে ৪ কোটি ৪০ লাখ রুপিতে। নিতিশ রানা ৮ কোটিতে বিক্রি হয়েছেন আগের ক্লাব কলকাতা নাইট রাইডার্সে। ৮ কোটি ৭৫ লাখ রুপিতে জেসন হোল্ডারকে নিয়েছে লখনৌ। নিলামে নাম উঠেছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দুপুর আড়াইটা পর্যন্ত কেউ তাকে নেওয়ার জন্য বিড করেনি। সাকিবের মতো অবিক্রিত রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের সুরেশ রাইনা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।