রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রোববার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতাম‚লককার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম ব্রাদার্সতে ৩ হাজার টাকা, রহমান ট্রেডার্সকে ২ হাজার টাকা, মা হার্ডওয়ার এন্ড ইলেকট্রিককে ৫ হাজার টাকা ও খাঁন সেনিটেশনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।