শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার এম. মুন্তাজিম আলী কলেজের এবারের এইচএসসি পরীক্ষায় তিনটি জিপিএ-৫সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
জানা গেছে, উপজেলার বর্নি ইউনিয়নের এম. মুন্তাজিম আলী কলেজ থেকে এবার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে ৩জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এরা হচ্ছে- মানবিকের আয়েশা বেগম, অনামিকা রাণী দাস ও প্রিয়াংকা রাণী দাস।
কলেজের অধ্যক্ষ আসুক আহমদ জানান, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এম. মুন্তাজিম আলী কলেজ নানা সীমাবদ্ধতার মধ্যেও ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। ২০২০ সালেও এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ২০১৯ সালে একটি এ-প্লাসসহ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়ে ফলাফলের দিক থেকে জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে।