বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের তিনটি পয়েন্টে টানা তিনদিন থাকবে করোনার টিকা বুথ। সকল নাগরিককে টিকার আওতায় আনতে মৌলভীবাজার পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।
ব্যবস্থাপনায় মেয়র ফজলুর রহমান জানান, যারা এখনো করোনা টিকা গ্রহণ করেননি, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে তারা আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) শহরের চৌমোহনা, কোর্ট রোড ও কুসুমবাগ এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকা নিতে পারবেন। এই তিনটি স্থানে করোনা ভ্যাকসিন বুথ থাকবে।
টিকাদানের স্থানগুলো হলো-
১. চৌমুহনা পয়েন্টে (ইসলামিয়া লাইব্রেরীর সামনে বুথ থাকবে)।
২. কোর্ট রোড (পৌরকমিউনিটি সেন্টার এর গেইটের পাশে বুথ থাকবে)।
৩. কুসুমবাগ (এস,আর প্লাজার সম্মুখে পুলিশ বুথে)।
সাথে যা নিয়ে আসতে হবে
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ এর কপি।
যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্র নেই তাদের ক্ষেত্রে নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যায়ন পত্র।
তবে টিকা গ্রহীতার বয়স ১৮ বছর এর উপরে হতে হবে।
টিকা নিয়ে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে আহ্বান জানিয়েছেন মেয়র ফজলুর রহমান।