বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : বালু দিয়ে বিশ্বের সবচেয়ে বড় শিল্পকর্ম করে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির একটি স্পোর্টস এভিয়েশন ক্লাব এ কীর্তি গড়েছে।
ক্লাবটির শিল্পী নাথানিয়েল আলাপাইড ২ লাখ ৫০ হাজার ৪৫০ বর্গফুটের এই শিল্পকর্মটি সৃষ্টি করেছেন।
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, আরব আমিরাতের ম্যাপের আদলে বিশ্বের সবচেয়ে বড় এই বালু দিয়ে সৃষ্টি শিল্পকর্মটিতে আছে দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানসহ আলোচিত কিছু নেতার ছবি।
আলাপাইড বলেন, ৩০ দিন লেগেছে এটি সৃষ্টি করতে। মরুভূমি থেকে তিন রঙের বালি ব্যবহার হয়েছে এতে। আর এসব টানতে লেগেছে ১৫০ ট্রাক। প্রতিটি ট্রাক বহন করেছে ৮০ টন বালু।