1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে দেশ থিয়েটারের “সাধক রাম প্রসাদ” এর ২০তম মঞ্চায়ন

  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৫ বার পঠিত

বিকুল চক্রবর্তী,মৌলভীবাজার: শ্রীমঙ্গলে মঞ্চস্থ হয়েছে সাধক “রামপ্রসাদ” নাটক। মঙ্গলবার রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় রাধা গোবিন্দ জিউর আখড়ায় এ নাটকটি মঞ্চস্থ করে শ্রীমঙ্গল দেশ থিয়েটার।
নাটকটি প্রধান কাহিনী ভক্তকবি সাধক রাম প্রসাদের হলেও এর বিশাল অংশজুড়ে রয়েছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নবাবী কাহিনী, রয়েছে মহারাজ কৃষ্ণ চন্দ্র ও গোপাল ভারের কাহিনী । যার মাধ্যমে ফুটে উঠেছে বাংলার সাথে ইংরেজ ও মির্জাফর আলী খাঁ এর চক্রান্ত, সমাজের হিংসাত্মক ও লোভী চরিত্ররে মানুষের পরিনতি। উঠে এসেছে শ্যামা মায়ের লীলা।
নাটকটিতে সাধক রাম প্রসাদ চরিত্রে অভিনয় করেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য, সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রাসেন্দ্র কুমার দেব, রাজা কৃষ্ণ চন্দ্র চরিত্রে অভিনয় করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, জমিদার দূর্গাচরণ চরিত্রে অভিনয় করেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, গোপালভার চরিত্রে অভিনয় করেন গৌরাঙ্গ অধিকারী, কালী চরিত্রে অভিনয় করেন সংগীত প্রশিক্ষক শিবানী ভট্টাচার্য্য লাভলী, আর্জু গোসাই চরিত্রে অভিনয় করেন শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, নরহরি চরিত্রে অভিনয় করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৌশিক ভট্টাচার্য্য, সাধক রাম প্রসাদের স্ত্রী সর্বানী চরিত্রে অভিনয় করেন বাউল শিল্পী ঝুমা আক্তার ও মা সর্বানী চরিত্রে অভিনয় করেন জয়া বর্মন। রাম প্রসাদের মেয়ে জগদীশ^রী চরিত্রে অভিনয় করেন ঐশি আচার্য্য, মিরজাফর চরিত্রে অভিনয় করেন মুক্তিযোদ্ধা শেখ জামান, ভজহরি চরিত্রে অভিনয় করেন উন্নয়নকর্মী তপন রায়, মোহন লাল চরিত্রে অভিনয় করেন ব্যবসায়ী কনক রায়, নয়ন চাঁদা চরিত্রে অভিনয় করেন উন্নয়নকর্মী রুপেস দেব, ফকির চরিত্রে অভিনয় করেন রিপেজেন্টেটিভ প্রিতম বৈদ্য, কালি কিংকর চরিত্রে অভিনয় করেন পলাশ মল্লিক, নেপাল বাগদী চরিত্রে অভিনয় করেন অসীম চন্দ্র । এ ছাড়াও প্রায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আরো প্রায় ৩০ জন অভিনেতা অভিনেত্রী।
নাটকটি নিদের্শনা দেন শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ নাট্য ব্যাক্তিত্ব রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এবং নাটকটি পরিচালনা করেন সংগীজ্ঞ শ্যামল আচার্য্য
মেকাপের দায়িত্বে ছিলেন মো: মান্নান ও স্বপন মিয়া । মিউজিকে ছিলেন রমেন চৌবে ও তার দল।
দেশে থিয়েটারের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী জানান, ঐতিহাসিক চরিত্রগুলোর আদর্শ ও দেশপ্রেম সর্ম্পকে নতুন প্রজন্মকে ধারণা দিতে তারা এই নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেন। এখন পর্যন্ত দেশ থিয়েটার থেকে প্রায় ২০ বার এটি মঞ্চায়িত হয়। বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর শচিঅঙ্গনে এটি আবারও মঞ্চায়িত হবে বলে জানান তিনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..