রবিবার, ২২ জুন ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার প্রাইভেট কার ও টাকা পয়সা সমবয়সীদেরে না দেওয়ায় প্রানে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজার মডেল থানার অভিযোগে জানা যায়,সদর থানার বড়হাট গ্রামের তাহমিয়াদ ইসলাম রাব্বি(১৮) একটি নিজস্ব কার রয়েছে। পারিবারিক প্রয়োজনে সে কার নিয়ে বিভিন্ন স্থানে যাতাযাত করে। সদর থানার কাজীরগাঁও এলাকার সনি মিয়া(২৩), মন্টু মিয়া(২০), সুনই মিয়া ওরফে সনি(১৯) প্রায় সময় তার কার ও তাদেরে টাকা পয়সা দেওয়ার জন্য চাপ দেয়। সে কার ও টাকা পয়সা না দেওয়ায় আক্রোশান্নিত হয়ে তাকে হুমকি দিতে থাকে। গত ৭ ডিসেম্বর পূর্বপরিকল্পিত ভাবে কৌশলে উল্লেখিত ব্যক্তিরা কাজিরগাঁও তাদের বাড়ির সামনে নিয়ে তাকে প্রানে মারার জন্য মারপিট করে। এ সময় তারা তাহমিয়াদ ইসলাম রাব্বির কার ভংচুর করে। খবর পেয়ে তার মা রুনা আক্তার তাকে উদ্ধার করতে আসলে তাকেও তারা মারপিট করাসহ প্রানে মারার হুমকি দেয়। স্থানীয় লোকের সহায়তায় তাহমিয়াদ ইসলাম রাব্বি কে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮৩৬ ।