সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
মো: জাফর ইকবাল : মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সম্পাসী গ্রামের একটি মোবাইল ও সিমের বিষয় কেন্দ্র করে ৮ বছরের তৃতীয় শ্রেণীর ছাত্র মো: আব্দুল হাসিম মাহিম (৮) হত্যার বিচারের দাবীতে আদালতের প্রাঙ্গনে দেওয়ালে পোষ্টার লাগাচ্ছেন হতভাগী মা কলসুম বেগম। বৃহস্পতিবার(১৭ ফেব্রæয়ারী) এই দৃশ্যটি দেখা যায় মৌলভীবাজার আদালত প্রাঙ্গনে। এক মাত্র ছেলে মো: আব্দুল হাসিম মাহিম (৮)কে হারিয়ে মা পাগল প্রায়। শহরের অলিতে গলিতে নিজ হাতে পোস্টার লাগানোর হৃদয় বিদারক এমন দৃশ্য তাকিয়ে দেখে অনেকের চোখে জল ধরে রাখতে পারেননি। মৌলভীবাজার আদালত প্রাঙ্গনে পোষ্টার লাগানোর সময় অনেক মানুষ ভিড় করেন। গত ১১ ডিসেম্বর ২০২১ইং মো: আব্দুল হাসিম মাহিম(৮) এর বস্তা বন্দি লাশ মনু নদী থেকে উদ্ধার করে মডেল থানার পুলিশ। নিহত মো: আব্দুল হাসিম মাহিম(৮) রাজনগর উপজেলার খাঁর পাড়া গ্রামের মো: বদরুল ইসলামের ছেলে। সে আখাইলকুড়া ইউনিয়নের সম্পাসী গ্রামের তার নানা বাড়ি অবস্থান করে লেখা পড়া করতো। মর্মান্তিক এই হত্যা কান্ড নিয়ে এলাকায় সর্ব স্তরের জনগন প্রতিবাদ ও তীব্র নিন্দার জানান। পুলিশ হত্যা কান্ডের ঘটনায় সম্পাসী গ্রামের প্রভাবশালী আবুল বকস্ এর ছেলে সাব্বির বকস্কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসবাদের জন্য হত্যাকারী সাব্বির বকস্রে পিতা আবুল বকস্ তার বাড়ির কাজের ছেলে রনি, তার ভাই সাকিবকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসে। পরবর্তীতে আবুল বকস্ তার বাড়ির কাজের ছেলে রনি, তার ভাই সাকিবকে পুলিশ ছেড়ে দেয়। হত্যাকারী সাব্বির বকস্ মৌলভীবাজার ম্যাজিস্টেড আদালতে মাহিম হত্যার কথা স্বীকার করে ১৬৪ (ধারায়) জবানবন্দী দেয়। হতভাগী মা কলসুম বেগম পুত্র হত্যার সঠিক বিচারের ও ধরা ছোয়ার বাহিরে যে আসামীরা আছে তাদের বিচারের দাবীতে দেয়ালে দেয়ালে পোষ্টর লাগিয়ে বেড়াচ্ছেন।