রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার ময়নামতিতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত ছাফর আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক জুলহাস মিয়া (৬০), একই গ্রামের আবুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম (৩৫), একই উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের দৌলত খানের ছেলে মো. জালাল (৪০), জেলার দেবিদ্বার থানার ছগুরা গ্রামের ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৩)। নিহত আলমগীর (৩৪)-এর পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত দুজন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। নিহতরা সবাই পুরুষ। মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।