1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইউক্রেন উত্তেজনার মধ্যেই বৃহৎ সামরিক মহড়া রাশিয়ার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : পশ্চিমাদের চিন্তায় রেখেই এবার বৃহৎ আকারের সামরিক মহড়ার আয়োজনের কথা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর এ মহড়া সরাসরি তদারকি করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। স্ট্রাটেজিক ফোর্সের এই মহড়া শনিবার নিজের চোখেই পরখ করবেন তিনি। খবর বিবিসি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে, ওই মহড়ায় অনান্য সামরিক প্রদর্শনীর পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও শক্তিশালী ক্রুজ ক্ষেপনাস্ত্রও ছোড়া হবে। এছাড়া রুশ বিমান বাহিনী উত্তর ও কৃষ্ণ সাগরে ব্যাপক পারমাণবিক অস্ত্রের মহড়াও দেবে। আজ (শনিবার, ১৯ ফেব্রুয়ারি) রুশ সেনাদের ওই মহড়া শুরু হতে পারে।

মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোও শনিবারের মহড়ায় উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রুশ মহড়ায় ৩০ হাজার বেলারুশিয়ান সেনাও অংশ নিয়েছে। দুই দেশেরে ওই যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শেষ হবে।

শনিবারের মহড়া নিয়ে রাশিয়ার অবস্থান খুবই স্বচ্ছ বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি এও বলেন, এ ব্যাপারে তেমন উদ্বেগের কারণ নেই।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..