সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।
দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সেখানে ব্যাপকহারে বোমাবর্ষণ চলছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হচ্ছে এ হামলা।
পূর্ব ইউক্রেনের ডোনেটস্কের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন জানিয়েছেন, সামনে সংঘর্ষ ভয়াবহ রূপ নিতে পারে। তাই তারা নারী, শিশু ও বয়স্ক বেসামরিক নাগরিকদের রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছেন। গতকাল থেকেই বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান তিনি।
ডোনেটস্কে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ মিডিয়া।
এদিকে পশ্চিমা বিশ্বের দাবি, হামলার অজুহাত তৈরি করতেই এ ধরনের সংঘর্ষের সৃষ্টি করেছে রাশিয়া।
ওয়াশিংটন জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সৈন্য মোতায়েন করেছে।
রাশিয়া অবশ্য এখনো দাবি করে চলেছে যে, ইউক্রেনের ওপর হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে রাশিয়া ঘোষণা দিয়েছে যে, প্রেসিডেন্ট পুতিন নতুন পরমাণু মহড়া তদারকি করবেন।