শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
মো: জাফর ইকবাল: মৌলভীবাজার দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সিকিউরিটি লিমিটেডের কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) আর,কে, কমপ্লেক্সে সকাল ১১ ঘটিকায় অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সিকিউরিটি লিমিটেডের সিনিয়র সহকারী নির্বাহী পরিচালক সনঞ্জয় কুমার সাহা। উক্ত অনুষ্টানে বিশেষ ছিলেন অতিথি ছিলেন, মৌলভীবাজার মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ব্র্যাঞ্চ ম্যানেজার চৌধূরী আহমেদ ফারুক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সিকিউরিটি লিমিটেডের বাড়ি ধারা ঢাকা শাখার ম্যানেজার মো: হারুনুর রশিদ, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সিকিউরিটি লিমিটেডের ডি,এস,ই টাওয়ার, ঢাকা শাখার সহকারী রিলেশন শিপ ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সিকিউরিটি লিমিটেডের সিলেট শাখার ম্যানেজার মো: আমিনুল হক। পরিচালনায় ছিলেন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সিকিউরিটি লিমিটেডের সহকারী রিলেশন শিপ অফিসার আসাদুজ্জামান(তুহিন)। প্রধান অতিথি বিনিয়োগ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কি ভাবে বিনিয়োগ কারীরা আরো নিরাপদে বিনিয়োগ করতে পারেন। বক্তারা বলেন মৌলভীবাজার জেলা শহরে এই প্রথম ব্যাংকের হাউস নিয়ে আসতেছে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক। তাই নির্ভয়ে নিবিঘ্নে এখানে বিনিয়োগ করার আহব্বান জানান। এ সময় সংবাদিকদের উপস্থিতিতে অনেক বিনিয়োগকারীর প্রশ্নের জবাব দেন আগত অতিথি।