বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ :: শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজারে পূর্ব শক্রুতার জের ধরে দোকানে হামলা-ভাংচুর ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের হামলায় শায়েক মিয়া, লায়েক মিয়া, বকুল মিয়া, জয়রুন বেগম, ইলছ মিয়া, মোজাহিদ মিয়া ও জিতু মিয়াগংরা আহত হয়েছেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। গুরুতর আহত শায়েক মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী বকুল মিয়া বাদী হয়ে একই এলাকার প্রতিপক্ষ মহসিন মিয়া (৪২), সালামত মিয়া (৩৬), জসিম মিয়া (৩৩), কাশেম মিয়া (২৫)গংদের আসামী করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- গত ১৩ এপ্রিল টমটম গাড়ী দিয়ে চাউল নিয়ে যাওয়ার পথে লায়েক মিয়ার দোকানের ক্যাশ বাক্র্য গাড়ী লাগাইয়া ফেলে দেন মহসিন মিয়া। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বির্তক শুরু হলে তাদের হাতে থাকা দা,লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতারি ভাবে পিঠাতে থাকে। এবং দোকান ভাংচুর করে ক্যাশ বাক্র্য থাকা নগদ টাকা হামলাকারীরা নিয়ে যায়।