সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার: “শহীদের জন্য একদিন” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে সামনে রেখে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আয়োজিত ‘কুলাউড়া ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় কুলাউড়া থানার সম্মুখ থেকে নারী-পুরুষের অংশগ্রহণে ১০ কিলোমিটার দূরত্বের দৌড় শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন রানার অংশ নেন।
কুলাউড়া রানার্স কমিউনিটির আয়োজনে এ ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান ।
পরে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। ৩ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট বিজয়ী ৬ জনকে পুরস্কার তুলে দেন স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান, মো মনির মিয়া চেয়ারম্যান ২নং ভুকসিমল ইউনিয়ন, মো ফজলুর রহমান ফজলু সদস্য ২নং ভুকসিমল ইউনিয়ন , আহসানুজ্জামান রাসেল এডমিন কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার ।
১০ কিলোমিটার ম্যারাথন (পুরুষ) সিলেটের গোলাম রাহাত তোফায়েল ১ম ও ১০ কিলোমিটার ম্যারাথন (নারী) সিলেটের আসমা উল হাসনা খান ১ম স্থান অর্জন করেন।
লতিফ খান ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়ক, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান বলেন, আমাদের জীবনে যা কিছু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক লাইফ স্টাইল। এর মধ্যে রয়েছে এক্সারসাইজ, ব্যালেন্স ফুড হেবিট আর ডিসিপ্লেন। রানিং এর মাধ্যমে এসবই পাওয়া সম্ভব। তাছাড়া একজন রানার আত্মনির্ভরশীল, পরিশ্রমী ও সময় অনুরাগী হয়, তাই জীবন যুদ্ধেও এগিয়ে যায়।
তিনি আরও বলেন, তার বাবা প্রয়াত আব্দুল লতিফ খান ছিলেন কুলাউড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সংগঠক। সেই নামেই লতিফ খান ফাউন্ডেশন, কুলাউড়া ১০ কিঃ মিঃ দৌড়ের সাথে যুক্ত হতে পেরে এই ফাউন্ডেশন আনন্দিত এবং ভবিষ্যতে এরকম খেলাধুলা ও সামাজিক কাজে অংশ নেওয়ারও আশ্বাস প্রদান করেন।