সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : সুইস ব্যাংকের প্রায় ১৮ হাজার অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার দাবি করা হয়েছে। অর্গানাইজড ক্রাইম এন্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) নামে একটি গণমাধ্যম দলের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
রবিবার এএফপির প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ক্রেডিট সুইস’তে বিশ্বের বিভিন্ন দেশের অপরাধী, স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘনকারীদের অ্যাকাউন্টে ৮ বিলিয়ন ইউএস ডলারেরও বেশি অর্থ রয়েছে।
তবে ক্রেডিট সুইস এসব অভিযোগ ও পরোক্ষ ইঙ্গিতকে অস্বীকার করেছে। একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইস্যুকৃত অনেক একাউন্ট ঐতিহাসিক, এর মধ্যে কিছু আবার ৭০ বছরেও পুরনো।
ওসিসিআরপি সাংবদিকদের একটি অলাভজনক গ্রুপটি এক বছর আগে অজ্ঞাত সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জার্মান সংবাদপত্রের করা প্রতিবেদনের ওপর ভিত্তি করে‘সুইস সিক্রেট’র অনুসন্ধান শুরু করেন।
অ্যাকাউন্টধারীদের মধ্যে ইয়েমেনি স্পাই, আজারবাইজান প্রশাসকের ছেলে, পাকিস্তানি জেনারেল, সার্বিয়ান ড্রাগ ডিলার, ভেনে ভেনেজুয়েলার আমলারা রয়েছেন। বিভিন্ন গণমাধ্যম ওইসব একাউন্টের তথ্য বিশ্লেষণ করে সংবাদ প্রকাশ করতে শুরু করেছে।