1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল টাইগাররা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ভালো সময় কাটছে না বাংলাদেশের। মাঠে হারই যেন টাইগারদের নিয়তি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২টা জয়ের পর টানা ৫ ম্যাচ হেরে বিদায় নেওয়াতে এবার দুঃসংবাদ পেলেন তামিম-মুশফিকরা। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে টাইগারদের। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে জয়ের মুখ দেখেনি টাইগাররা। আরব আমিরাতে বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা পাঁচ হারের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থতা সঙ্গী হয় বাংলাদেশের। বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ।

এদিকে ভারত টি-টোয়েন্টি সিরিজে আধিপত্য দেখিয়েই শীর্ষে উঠেছে। সর্বশেষ রবিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে সিরিজ ৩-০ তে জিতেছে। তাতে ইংল্যান্ডকে সরিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করেছে রোহিত শর্মারা।

শেষ ম্যাচ জয়ের পর ভারতের রেটিং দাঁড়িয়েছে ২৬৯। ইংল্যান্ডের সমান ২৬৯ রেটিং থাকলেও তাদের চেয়ে ভারতের ১০ পয়েন্ট বেশি। রোহিত শর্মাদের মোট পয়েন্ট ১০ হাজার ৪৮৪, ইংল্যান্ডের ১০ হাজার ৪৭৪। ইংলিশরা নেমে গেছে দুইয়ে, পাকিস্তান রয়েছে তিনে। বাবরদের রেটিং ২৬৬। চারে নিউজিল্যান্ড ও পাঁচে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং যথাক্রমে ২৫৫ ও ২৫৩।

শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে হারানো অস্ট্রেলিয়া ৬ নম্বরেই রয়েছে। সাতে ওয়েস্ট ইন্ডিজ, আটে আফগানিস্তান। নয় আর দশ নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কার রেটিং সমান- ২৩১।

বাংলাদেশের অবনমন হলেও এই র‌্যাঙ্কিং টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। যেমনটা হয়েছিল গত আসরে, সেরা আটে থাকতে না পারায় বাছাইপর্ব খেলে সুপার টুয়েলভে জায়গা করে নিতে হয়েছিল টাইগারদের।

র‌্যাঙ্কিংয়ের বিচারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল সরাসরি মূল পর্বে খেলবে আর কারা বাছাই খেলবে, সেটি ঠিক করতে ১৫ নভেম্বরের র‌্যাঙ্কিংকেই কাট-অফ টাইম ধরে নেয়া হয়েছিল। সে সময়ে ওয়েস্ট ইন্ডিজ টানা দুই হারে দশে নেমে যাওয়ায় বাংলাদেশ জায়গা পেয়েছিল আট নম্বরে। সে সুবাদে সরাসরি সুপার টুয়েলভে সুযোগ হয় বাংলাদেশের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..