1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সেই রক্তিমও চলে গেলেন না ফেরার দেশে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের মৃত্যুর পর আইসিইউতে চিকিৎসাধীন মারা গেছেন আরেক ভাই রক্তিম সুশীল।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন মারা যান তিনি। গত ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউসিইউ বিভাগের চিকিৎসক হারুনর রশীদ বলেন, দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তার কোনো সাড়া-শব্দ ছিল না। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাট ফকিরশাহ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় মৃত্যু হয় তার ৫ ভাইয়ের। এ সময় আহত হন রক্তিম ও তার এক বোন। সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার আরেক বোন মুন্নী সুশীল।

৭ জানুয়ারি চকরিয়ায় দুর্ঘটনার পর রক্তিম শীলকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু এ হাসপাতালে আইসিইউ সংকট থাকায় তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তী সময়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল হয়ে আবার চমেক হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় তাকে। মঙ্গলবার পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছিল তার।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..