1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

লুকাকুর ফর্ম নিয়ে মজা করার কিছু নেই : টাচেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে শনিবার চেলসির ১-০ গোলের জয়ের ম্যাচটিতে তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু মাত্র সাতবার বল স্পর্শ করতে পেরেছেন । পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে ২০০৩ সালের পর পুরো ৯০ মিনিট মাঠে থাকা কোন খেলোয়াড়ের এটাই সবচেয়ে কম সংখ্যক বল স্পর্শ করার রেকর্ড। কিন্তু এই ধরনের রেকর্ডের কারনে বেলজিয়ান তারকা লুকাকুকে নিয়ে মজা করার কিছু নেই বলে জানিয়েছেন চেলসি ম্যানেজার থমাস টাচেল।

রেকর্ড ৯৮ মিলিয়ন পাউন্ডে গত বছর আগস্টে ইন্টার মিলান থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন লুকাকু। কিন্তু লন্ডনের ক্লাবটিতে আসার পর নিজের সেরা ফর্ম এখনো খুঁজে পাননি এই স্ট্রাইকার।

গত মৌসুমে লুকাকুকে ছাড়াই চেলসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল। কিন্তু তাকে দলের নেবার মূল লক্ষ্যই ছিল প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে ফিরে আসা। ২৮ বছর বয়সী লুকাকু দ্বিতীয় মেয়াদে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে আসার পর এ পর্যন্ত মাত্র লিগে মাত্র পাঁচটি গোল করেছেন। এর মধ্যে তিনটি এসেছে প্রথম তিন ম্যাচ থেকে।

সেলহার্স্ট পার্কে হাকিম জিয়েচের শেষ মুহূর্তের গোলে চেলসির জয় নিশ্চিত হয়। সেই ম্যাচকে ঘিড়ে লুকাকুর পাশাপাশি দলের অন্যান্য খেলোয়াড়দের ফর্ম নিয়েও আলোচনা শুরু হয়েছে। টাচেল বলেন, ‘এটা কোন মজা করার বিষয় না, লুকাকু নিজেও স্বাভাবিক ভাবেই এটা পছন্দ করছে না। সে সবসময়ই আমাদের নজড়ে আছে। আমরা যেকোন ভাবেই আমাদের খেলোয়াড়কে রক্ষা করবো।’

টাচেল স্বীকার করেছেন ৩-৪-৩ ফর্মেশনের সাথে মানিয়ে নিতে লুকাকুর কিছুটা হলেও কষ্ট হচ্ছে। ডিসেম্বরে স্কাই ইতালিয়াতে টাচেলের কৌশল নিয়ে সমালোচনার করার কারনে গত ২ জানুয়ারি লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লুকাকু বাদ পড়েছিলেন। তবে জার্মান কোচ জানিয়েছেন তিনি আসার পর থেকে শুধুমাত্র লুকাকু নয়, দলের অন্যান্য স্ট্রাইকার ফার্নান্দো তোরেস, আলভারো মোরাতা ও টিমো ওয়ার্নারও ফর্মহীনতায় ভুগছেন। এর মাধ্যমে টাচেল বোঝাতে চেয়েছেন এই সমস্যা শুধুমাত্র লুকাকুর নয়।

টাচেল আরো বলেছেন, ‘স্ট্রাইকারদের নিয়ে সমস্যা চেলসিতে নতুন নয়। সে কারনেই সবাই জানে স্ট্রাইকারদের জন্য সহজ জায়গা চেলসি নয়। কিন্তু আমি আসলে জানি না এখানে সমস্যা কোথায়। সারা বছর এমন অনেক ম্যাচ আমরা খেলেছি যেখানে স্ট্রাইকাররা অনেক সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সম্প্রতি এই সমস্যা প্রকট আকার ধারন করেছে। লম্বা মৌসুমে এটা হতেই পারে। এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আমরা সবাই বিষয়টি বুঝতে পারছি। কিন্তু ফুটবলে অনেক সময় সমাধানের পথ খুঁজে বেরা করা মাত্র একটি পথই খোলা থাকে না। এটা খুবই জটিল একটি খেলা।’

প্রিমিয়ার রিগে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে চেলসি তৃতীয় স্থানে রয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..