1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছেন

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়া ৩ হাজার পর্যটক ফিরেছেন। ৩ নম্বর সর্তকসংকেত কেটে যাওয়ায় মঙ্গলবার সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ৭টি জাহাজে করে আড়াই হাজার পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমাটিনে ভ্রমণে যান। এসব জাহাজে করে বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফে ফিরেছেন দ্বীপে আটকা পড়া ৩ হাজার পর্যটক। যারা এর আগে দ্বীপে ভ্রমণে এসে আটকা পড়েছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ‘মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। এতে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজগুলো দ্বীপে পৌঁছায়। আবার এসব জাহাজ ফেরার সময় আটকা পড়া পর্যটকদের নিয়ে আসেন।’

ফিরলেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

এদিকে আবহাওয়া কার্যালয় জানায়, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে ৩ নম্বর স্থানীয় সর্তকসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফ নদ ও সমুদ্র শান্ত আছে। ফলে মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে। এর আগে গতকাল তিন নম্বর সর্তক সংকেত থাকায় উপজেলা প্রশাসন এ রুটে জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল।

সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএ’র অনুমতি নিয়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন, এমভি পারিজাত, এমভি ফারহান, এমভি সুকান্ত বাবু, এমভি বে ক্রুজার জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। একই দিন সন্ধ্যায় এসব জাহাজে করে আটকা পড়া পর্যটকরা ফিরে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় পর্যটকবাহী জাহাজে করে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরেছেন। একই দিন আরও কিছু পর্যটক ভ্রমণে গেছেন দ্বীপে।’

দ্বীপের বাসিন্দা মো. জয়নাল জানান, ‘দ্বীপে আটকা পড়া পর্যটকরা মঙ্গলবার বিকেলে ফিরে গেছেন। এছাড়া ভ্রমণে আসা আরোও দুই হাজার পর্যটক দ্বীপে অবস্থান করছেন।’

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..