বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : স্বাস্হ্যবিধি ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আজ লকডাউনের দ্বিতীয় দিনে শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে এবং সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারনে ১৩ মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে । শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম ৩ মামলায় ৮০০ টাকা এবং
শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন ১০ মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা আইন অমান্য করেছেন এবং মাস্ক না পরাসহ সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন তাদের সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।