সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : কলম্বিয়ায় সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া-ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের আরাউকা প্রদেশের একটি এলাকার নিয়ন্ত্রণ নিতে এ অভিযান চালায় সেনারা।
এতে সংগঠনটির শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এর আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে শান্তি ফেরাতে সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে অস্বীকৃতি জানায় ফার্ক গোষ্ঠী।
সরকারের দাবি, অঞ্চলগুলোতে নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে এই বিদ্রোহীরা।