শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী লেখক, কবি ও সংস্কৃতিকর্মী সাজ্জাদুল হক স্বপনের প্রথম কাব্যগ্রস্থ ‘স্নিগ্ধ প্রলেপ’ এর মোড়ক উন্মোচন হয়। শুক্রবার বেলা ১১ টায় আদমপুর বাজারস্থ মৌলানা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগারে এ উন্মোচন হয়।
নুরুল হকের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের পরিচালনায় মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল হেকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি বীরেশ্বর সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ, লেখক হাজী আব্দুস সামাদ, কবি খৈরম ইন্দ্রজিত, কবি সনাতন হামোম, শিক্ষক সুশীল কুমার সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কবি সাজ্জাদুল হক স্বপন ছাত্র জীবন থেকেই গদ্য সাহিত্য, কবিতা লিখতে শুরু করেন।