1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রাশিয়া থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল প্যারিসে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : রাশিয়ার সেইন্ট পিটার্সবুর্গ শগরের গাজপ্রোম অ্যারেনা থেকে ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে প্যারিসে। ইউক্রেনকে সমর্থন করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউক্রেন সংকটে রাশিয়া থেকে সরিয়ে নেয়া হলো ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি। ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে এই মৌসুমের ফাইনাল। শুক্রবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা ইউয়েফা।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়ার সেইন্ট পিটার্সবুর্গ শগরের গাজপ্রোম অ্যারেনা থেকে ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে প্যারিসে। ইউক্রেনকে সমর্থন করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দ্য ফ্রান্সে গড়াবে ম্যাচটি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে এমন সহযোগিতার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোকে কৃতজ্ঞতা জানায় ইউয়েফা।

এক বিবৃতিতে তারা জানায়, ‘ফ্রান্স ফুটবলের সঙ্গে একাত্ম হয়ে ইউয়েফা ইউক্রেনের ফুটবলার ও পরিবারদের নিরাপত্তা নিশ্চিতে পাশে আছে। একই সঙ্গে যে সংকট তৈরি হয়েছে, ইউক্রেনের পাশে আছে ইউয়েফা।’

এ বছরের ২৮ মে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

এর আগে বৃহস্পতিবার রাতে জার্মান ক্লাব শালকে জিরো ফোর তাদের জার্সি থেকে রাশিয়ার তেল-গ্যাস কোম্পানি গাজপ্রমের নাম সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধেই তাদের এমন সিদ্ধান্ত বলে নিশ্চিত করেছে ক্লাবটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..