সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক: বিশেষ প্রতিবেদক: করোনাকালে একদিকে খামারীদের ক্ষতি পুষিয়ে নিতে অন্যদিকে জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে সরকার ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে প্রাণিজাত পণ্য বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার উদ্যোগ নিলেও স্থানীয়ভাবে দায়িত্বরতরা ৪৫ দিনের এই প্রগ্রাকে ভেস্তে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বাস্তবে গত এক সপ্তাহ যাবত শুরু হওয়া এ বিশেষ প্রকল্পে ৩ দিনের মাতায় এখন কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না জনগণ। প্রচারণার অভাব,পাশাপাশি অনিয়মের মাধ্যমে প্রণোদনার টাকা হাতিয়ে নেয়ার পায়তারার অভিযোগ উঠেছে। গত দুদিন মাঠ পর্যায়ে অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। জনগনের জন্য সরকারের এই মহৎ উদ্যেগ ভেস্তে যাওয়ার উপক্রম বলে মনে করছেন অনেকে।
চমকপদ তথ্য নিয়ে আসছে প্রতিবেদন——