সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের গরীব অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কানাডা প্রবাসী দেওয়ান আব্দুল গফরান চৌধুরী। সোমবার (১২ এপ্রিল) দুপুরে আথানগিরি গ্রামে নিজবাড়িতে এসব খাদ্য সামগ্রী তোলে দেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো, অন্টারিও, কানাডা-এর সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী। এ সময় মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী এবং সাংবাদিক হাসানাত কামাল উপস্থিত ছিলেন। সমন্বয় করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওহাব চৌধুরী, দেওয়ান নাদিম চৌধুরী প্রমুখ।
এসময় গ্রামের প্রায় শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে খেজুর, চাল, তেল, পেঁয়াজ, ডাল, ছোলা ইত্যাদি দেওয়া হয়। এছাড়াও মাদ্রাসার জন্য ২৭ হাজার এবং দরিদ্র নারীদের সেলাই মেশিনের জন্য ৭ হাজার টাকা দেন দেওয়ান আব্দুল গফরান চৌধুরী।