শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সর্বজন শ্রদ্ধেয় ডা: হরিপদ রায় ও সম্পাদক নির্বাচিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী শ্রীপদ দেব।
শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ^রী কালীবাড়ির নাট মন্দিরে এ সম্মেলনের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়ের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক আশু রঞ্জন দাশ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মহিম দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বোদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের নেতা নকুল দাশ, ডা: হরিপদ রায়, দ্বিজেন্দ্র লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, অজয় দেব ও জহর তরফদার প্রমূখ।
অনুষ্ঠানে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল।
পরে সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় ৯ ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা এর অনুমোদন দেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নির্বাচন। উপজেলার ৯টি ইউনিয়ন পূজা কমিটির ১৮ জন ও উপজেলা কমটির ১০ জনসহ মোট ২৮জন সাদা কাগজে তাদের প্রছন্দের প্রার্থীর নাম লিখে দেন। সে অনুপাতে সভাপতি ও সম্পাদক হিসেবে সর্বাধিন নাম আসে ডা: হরিপদ রায় ও শ্রীপদ দেব এর।
পরে জেলা কমিটি তাদের নাম ঘোষনা করেন। সভাপতি সম্পাদক সকলের সাথে আলোচনা করে কমিটির বাকী সদস্য সংযুক্ত করবেন।