শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : একটি দোকানে তিন দিন ধরে আটকা পরে থাকার পর আজ একটিমের দাড়াঁশ সাপ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ সড়কের সুরমাভেলী এলাকায় ফাতেমা অটো পার্টস নামে একটি দোকানে গত তিন দিন ধরে আটকা পড়ে সাপটি।
সাপ আটকা পড়ার খবর পেয়ে আজ রবিবার দুপুরে শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটি উদ্ধার করতে সক্ষম হয়।
শহিদুল ইসলাম আরো জানান, আজ বিকেলে সাপটি লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হয়েছে। এ সময় বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, ফরেস্ট রেঞ্জার শহিদুল ইসলাম, ফরেস্টার আনিসুজ্জামান, বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজলসহ বন্যপ্রাণী বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্হিত ছিলেন।