সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানে দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করে রাজনগর উপজেলা নির্বাচন অফিস।
বুধবার (২ মার্চ) সকাল ১১ টায় নির্বাচন অফিস থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নির্বাচন অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ, যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খান, মুক্তিযোদ্ধা রামলাল রাজভরসহ উপজেলার বিভিন্ন এলাকার ভোটার, সাংবাদিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।