সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা ১৯.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ১নং মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী পাচাউন বাজারের হাসান মার্কেট সংলগ্ন আহাদ আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পূর্ব পার্শ্ব থেকে সৈয়দ মাহবুব আহমেদ সুমন (৩৮) নামের এক মাদক কারবারিকে ৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি সৈয়দ মাহবুব আহমেদ সুমন শ্রীমঙ্গল থানার দুবার হাট এলাকার সৈয়দ মাসুদ আহমেদের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ৯০ পিস ইয়াবা সহ সৈয়দ মাহবুব আহমেদ সুমন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত থাকবে।