1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

উলিপুরে ঝড়ের তান্ডবে গাছের চাপায় জেলের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:: কুড়িগ্রামের উলিপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে, কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ চাপা পড়ে মমির উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমার পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র মমির উদ্দিন বাগুয়া অনন্তপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শ্যামপুর কুমার পাড়ার কাছে পৌঁছিলে, আকস্মিক কাল বৈশাখীর ঝড়ের তান্ডবে একটি ইউক্লিপ্টাস গাছ মমির উদ্দিনকে চাপা দেয়। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মমির উদ্দিন ৪ সন্তানের জনক ও পেশায় একজন জেলে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..