1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আইফোন ১৩ সিরিজে যা থাকবে

  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোন ১৩ সিরিজ নিয়ে ব্যবহারকারীদের কৌতুহলের শেষ নেই। অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন সিরিজে আগের চেয়ে সবচেয়ে বেশি আপগ্রেড আনা হবে।

চলতি বছরের জানুয়ারিতে আইফোন ১২ সিরিজের সর্বাধিক বিক্রি হয়েছে। কিন্তু এর ফিচারগুলো নিয়ে সন্তুষ্ট নন ব্যবহারকারীরা। তাদের মধ্যে আইফোনের নতুন সিরিজ নিয়ে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, নতুন আইফোনে ‘ম্যাট ব্ল্যাক’ অপশন রাখা হবে।

‘এভরিথিং অ্যাপল প্রো’ খ্যাত ইউটিউবার ম্যাক্স ওয়াইনব্যাক আশা করেন আইফোন ১৩ প্রোতে ‘ম্যাট ব্ল্যাক’ চালুর মাধ্যমে দেখা মিলবে উন্নত পোট্রেট মোডের। এছাড়া আইফোনের নতুন সিরিজে কী থাকতে পারে সেটি নিয়েই আজকের আয়োজন-

পরিবর্তন আসছে ক্যামেরায়

আইফোন ১২ সিরিজ ব্যবহারকারীরা ক্যামেরা নিয়ে সন্তুষ্ট নন। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন সিরিজের ক্যামেরায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। আইফোন ১৩ সিরিজের ক্যামেরা হবে উন্নত মানের।

বদলে যাবে ব্যাটারি

আইফোন ১২ সিরিজে স্মার্টফোনে একবার চার্জ দিয়ে ১০ ঘণ্টা ব্যবহার করা যায়। কিন্তু আইফোনের নতুন সিরিজে একবার চার্জ দিয়ে টানা ১২ ঘণ্টা চালানো যাবে। ব্যাটারি বড় হওয়ার কারণেই এই পরিবর্তন আসবে নতুন সিরিজে।

নতুন ডিসপ্লে

অ্যাপলের দুই চুক্তিভিত্তিক চিপ-নির্মাতা কোম্পানি স্যামসাং ও এলজি আইফোন ১৩ সিরিজের জন্য এলটিপিএস ওলেডের বদলে এলটিপিও এলেড ডিসপ্লে তৈরি করছে। এর মাধ্যমে একদিকে শক্তি সাশ্রয় হবে, অন্যদিকে ব্যবহারকারী এক হার্টজ থেকে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন।

এ১৫ চিপ ও নতুন ফাইভ-জি মডেম

প্রতিবার অ্যাপলের নতুন সংস্করণে আপগ্রেড আনা হয়। তারা জানিয়েছে, আইফোন ১২ সিরিজের এ১৫ চিপের ধারাবাহিকতা নতুন সিরিজেও বজায় রাখা হবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য নতুন চমক হিসেবে আইফোন ১৩ সিরিজে ফাইভ-জি মডেম রাখা হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..