1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় জুমার নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪৪৮ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় হারুন মিয়া (৭০) নামক এক মুসল­ীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামে।
মসজিদের মুসল­ীরা জানান, জুম্মার নামাজ আদায় শেষে অনেক মুসল­ী চলে যান। এরপর মিলাদ শেষে দোয়া শুরু হয়। দোয়া চলাকালীন সময়ে মসজিদের মুয়াজ্জিন এসে দীর্ঘ সময় থেকে সেজদারত অবস্থায় থাকা ব্যক্তিকে প্রথমে ডাক দেন। পরে ওই ব্যক্তির কোন সাড়া না পেয়ে মুয়াজ্জিনসহ অন্যান্য মুসল­ীরা ওই ব্যক্তির শরীরে হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে হারুন মিয়া নামে ওই ব্যক্তিকে মুসল­ীরা স্থানীয় ডাক্তার মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে গেলে তিনি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সেলিম আহমদ জানান, নামাজ শেষে যাওয়ার সময় মানুষের ভীড় দেখে আমি এগিয়ে যাই। এবং আমার কোলে করে ডাক্তারের চেম্বারে নিয়ে যাই। পরে হারুন মিয়ার সাথে থাকা মোবাইল দিয়ে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করলে স্বজনরা ডাক্তারের চেম্বারে এসে লাশ বাড়িতে নিয়ে যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভ‚ষন রায় জানান, নামাজরত অবস্থায় হƒদ রোগে আক্রান্ত হয়ে ওই মুসলি­র মৃত্যু হয়েছে।
উলে­খ্য, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার মসজিদে প্রতি শুক্রবার হাজার হাজার মুসল­ীর সমাগম ঘটে। নামাযের পাশাপাশি মুসলি­রা মসজিদের দানবাক্সে প্রচুর দেশী বিদেশী টাকা, সোনা-গয়না দান করে থাকেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..