শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় হারুন মিয়া (৭০) নামক এক মুসলীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামে।
মসজিদের মুসলীরা জানান, জুম্মার নামাজ আদায় শেষে অনেক মুসলী চলে যান। এরপর মিলাদ শেষে দোয়া শুরু হয়। দোয়া চলাকালীন সময়ে মসজিদের মুয়াজ্জিন এসে দীর্ঘ সময় থেকে সেজদারত অবস্থায় থাকা ব্যক্তিকে প্রথমে ডাক দেন। পরে ওই ব্যক্তির কোন সাড়া না পেয়ে মুয়াজ্জিনসহ অন্যান্য মুসলীরা ওই ব্যক্তির শরীরে হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে হারুন মিয়া নামে ওই ব্যক্তিকে মুসলীরা স্থানীয় ডাক্তার মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে গেলে তিনি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সেলিম আহমদ জানান, নামাজ শেষে যাওয়ার সময় মানুষের ভীড় দেখে আমি এগিয়ে যাই। এবং আমার কোলে করে ডাক্তারের চেম্বারে নিয়ে যাই। পরে হারুন মিয়ার সাথে থাকা মোবাইল দিয়ে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করলে স্বজনরা ডাক্তারের চেম্বারে এসে লাশ বাড়িতে নিয়ে যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভ‚ষন রায় জানান, নামাজরত অবস্থায় হƒদ রোগে আক্রান্ত হয়ে ওই মুসলির মৃত্যু হয়েছে।
উলেখ্য, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার মসজিদে প্রতি শুক্রবার হাজার হাজার মুসলীর সমাগম ঘটে। নামাযের পাশাপাশি মুসলিরা মসজিদের দানবাক্সে প্রচুর দেশী বিদেশী টাকা, সোনা-গয়না দান করে থাকেন।