শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : নানা শঙ্কা কাটিয়ে ২৪ বছর পর পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া। শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পাকিস্তান-অস্ট্রেলিয়া সিইরজ। এমন ঐতিহাসিক দিনেই বোমার শব্দে আবারও কেঁপে উঠেছে পাকিস্তান।
পেশোয়ারে একটি শিয়া মসজিতে শুরকবারের জুমার নামাএর সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বোমা হামলা চালিয়েছে। এই ঘটনায় এরই মধ্যে ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। সেই সঙ্গে আহত হয়েছেন ৫৬ জনের মতো।
এই ঘটনার ওপর গভীরভাবে নজর রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল এখন ইসলামাবাদে। রাওয়ালপিন্ডি টেস্টে তাদের রাষ্ট্রপতির সমমর্যাদার নিরাপত্তা দেয়া হচ্ছে।
এই সফরে পেশোয়ারে কোনো ম্যাচ রাখেনি পিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের বাকি ম্যাচগুলো হবে করাচি ও লাহোরে।
ক্রিকেট অস্ট্রেলিয়া নিয়মিত পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছে। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে এই হামলা বড় কোনো প্রভাব ফেলবে না অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে।
২০১৯ সালের পর ষষ্ঠবারের মতো টেস্ট আয়োজন করেছে পাকিস্তান। ২০০৯ সালে পাকিস্তান শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে।