শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্র্টার: শ্রীমঙ্গল কালাপুর ২ আনসার ব্যাটেলিয়ান ফায়ার বাড থেকে চুরি হওয়া গাছ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৪ মার্চ গোপন সুত্রে খবর পেয়ে উত্তর কালাপুর খোকন মিয়ার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি গাছের খন্ডাংশ উদ্ধার করেন ব্যাটেলিয়ানের কর্মকর্তাগন। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, ২ আনসার ব্যাটেলিয়ানের কোম্পানী কোমান্ডার মোস্তাফিজুর রহমান, আনসার ব্যাটেলিয়ানের ডাক্তার আব্দুর রউফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিন, মনিটরিং শাখার মো: আজিজুল ইসলাম, ৫ নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মতলিব, স্থানীয় ইউপি সদস্য মো: আওলাদ মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্ধারকৃত গাছের মূল্য প্রায় ৬০ হাজার হাজার টাকা। কোম্পানী কোমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, গত ৩ মার্চ আনসার ব্যাটেলিয়ান ফায়ার বাডে বড় আকারের ৩টি গাছ কেটে নেওয়ার আলামত পাওয়া যায়। সোর্স মাধ্যমে খবর নিয়ে উত্তর কালাপুর খোকন মিয়ার বাড়ি থেকে কাটা গাছের খন্ডাংশ উদ্ধার করা হয়। এসময় খোকন মিয়া জানায়, পাহাড় মাজদির মো: দুলাল মিয়া, মো: আনোয়ার মিয়া, গাজীপুরের মো: জসিম মিয়া, মো: দুলাল মিয়া তার নিকট বিক্রি করে। খোকন মিয়া তাদেরকে জানায় গাছ গুলো যে চুরির তার জানা ছিলনা । এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।