রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে পূরবী রানী দাশ (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম বাছিরপুর গ্রামের রাজকুমার দাশের বাড়ীতে। জানা গেছে, ওই দিন পারিবারিক কলহের জের ধরে রাজকুমার দাশের কন্যা কলেজ ছাত্রী পূরবী রানী দাশ ঘরের ভিতরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পূরবী রানী দাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী পূরবী রানী দাশের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।