সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: পাখির সঙ্গে ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে বিজি-২০১ এর ফ্লাইটটি আকাশে উড়তে পারেনি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ভোগান্তিতে পড়তে হয়েছে ফ্লাইটের ২৬৫ যাত্রীকে। এরপর বিষয়টি জানাজানি হয়। রবিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, রবিবার সকালে বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানটি। উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি।