শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
এম এম সামছুল ইসলাম: জুড়ীতে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও প্রায় অক্ষতই রয়েছে পবিত্র কোরআন শরীফ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ঘটিকায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের পশ্চিম ভবানীপুর গ্রামে ফাতেমা বেগমের বসত ঘরে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রনে আনেন। দুই মহিলা ও ৩ শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় তারা আগুনে ধ্বংস স্তূপ থেকে একটি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন।
সরেজমিনে দেখা যায়, পবিত্র গ্রন্থটির চার দিকে পুড়ে গেলেও লেখাগুলো অক্ষত অবস্থায় রয়েছে। কোরআন শরীফটি স্থানীয় মসজিদে নিয়ে রাখা হলে এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভীড় করছেন।
প্রত্যক্ষদর্শী আশরাফুল আমিন ইমন, ওয়েছ আহমদ, হাফিজ শামছুল ইসলাম, মিসবাউল হক, আমির উদ্দিন, আর কে শিবলু, আব্দুল আজিজ রুহেদ প্রমুখ বলেন- যেহেতু আল্লাহ বলেছেন কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। এটি তার একটি উদাহরণ।