শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী পাওয়ার কাপল সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেমের পর তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের সেই জমকালো বিয়েতে সামিল হয়েছিল দক্ষিণের বহু তারকা। তাছাড়া গোটা ভারত জুড়েই রয়েছে এই তারকা দম্পতির বহু ভক্ত। তবে ভক্তদের মন ভেঙে দিয়ে ২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা তারা।
দক্ষিণী সুপারস্টার নার্গাজুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার পর্দার প্রেম এবং বাস্তব প্রেম নিয়ে মাতামাতি ছিল দর্শকদের মধ্যে। বনিবনা না হওয়ায় অবশেষে আলাদা হয়ে গেছেন তারা। এরপরে বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন কারণ শোনা যায়। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন নাগা এবং তার মা-বাবাও।
পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল তাদের। তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে অকপট হলেও নিজের বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি সামান্থা।
এদিকে, নাগার সঙ্গে বিয়েতে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, তা স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছেন। গুঞ্জন ছড়িয়েছে, শ্বশুরবাড়ির চাপে বিয়ের শাড়ি ফেরত দিয়েছেন সামান্থা। তেলুগু ইন্ডাস্ট্রির খবর, সাদা রঙের সেণই দক্ষিণী শাড়িটি আসলে নাগার দাদির। তাই সেই শাড়ি নিজের কাছে রাখতে চাননি ‘ফ্যামিলি ম্যান ২’-এর নায়িকা। তাছাড়া সামান্থা নাগা পরিবারের কোনো জিনিসই নিজের কাছে রাখতে চান না।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।