সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেবনকালে ৪ মাদকসেবিকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ সুজানগরের ভোলারকান্দি এলাকা থেকে গাজা সেবনকালে আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে পাথারিয়া চা বাগান এলাকা থেকে শঙ্কু বাক্তি নামে আরেক মাদকসেবিকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের টহল পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে অহিদাবাদ চা বাগান এলাকা থেকে কমল তংলা নামে আরেক মাদকসেবিকে গ্রেফতার করেছে।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।