রবিবার, ২২ জুন ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : এএইচএফ কাপের সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও ফেভারিটের মতোই শুরু করেছে বাংলাদেশ হকি দল। শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৯ জাতির এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলকে ৭-২ গোলে হারিয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।
খেলার ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন খোরশেদুর (১-০)। দ্বিতীয় কোয়ার্টারে আরশাদ ২০ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন। ২৩ মিনিটে সোহানুরের ফিল্ড গোলে ব্যবধান হয় ৩-০।
২৭ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পায়। আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন খোরশেদুর (৪-০)। তৃতীয় কোয়ার্টার গোলহীন কেটে গেলেও চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের করেছে ৩টি এবং ইন্দোনেশিয়া ২টি গোল।
বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে ১ ও দ্বিতীয় কোয়ার্টারে জিমি-আশরাফুলরা করে ২ গোল।দ্বিতীয়ার্ধে বাকি ৩ গোল করেন গোবিনাথনের শিষ্যরা। ৪৯ মিনিটে পুস্কর খিসা ফিল্ড গোল করে ব্যবধান ৫-০ করেন। ৫৫ মিনিটে রোমান ও রাশেল দুটি গোল করেন বাংলাদেশের হয়ে (৭-০)। এরপর ৫৬ মিনিটে ইন্দোনেশিয়ার আর্দাম ও ৫৭ মিনিটে আহদান দুটি গোল শোধ দেন।
তাতে ৭-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ১৪ মার্চ। তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরান। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৫ মার্চ। শেষ ম্যাচ ওমানের বিপক্ষে ১৭ মার্চ।
বাংলাদেশ ৭ : ইন্দোনেশিয়া ২