বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজশাহী মহানগরীতে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এখনো চাপা পড়ে আছেন আরো চারজন। এছাড়া তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
শরিবার বেলা তিনটার দিকে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এক ব্যক্তির বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এসময় পাশের সীমানাপ্রাচীর উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।
এবিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ওই এলাকায় দেয়াল ধসে ৯ জন চাপা পড়েছেন এমন খবরে উদ্ধার অভিযান শুরু করেন তারা।
এসময় সেখান থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুল নামে একজন মারা যান। দেয়াল চাপা পড়া আরো চারজনকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।