সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
তানভীর আঞ্জুম আরিফ : মৌলভীবাজারের আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে কার্নিভাল ২০২২ শুক্রবার (১১ মার্চ) অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে দিনের কার্যক্রম। সারাদিন জুড়ে আনন্দ আর উদ্দীপনায় কাটান বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বিকেলের মিলনমেলায় ছিল স্থানীয় শিল্প সহ শিরোনামহীন, কুড়েঘরের গান পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন নবাব আলী আমজদ খানের দৌহিত্র ও সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান ও আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আলী।
শিক্ষার্থীরা ফানুশ ওড়ানোর উৎসব।
তারপর জনপ্রিয় শিল্পী তাসরিফ খান ও তাঁর ব্যান্ড কুঁড়েঘর অন্যরকম গানের মুগ্ধতা ছড়ান শিক্ষার্থীদের। কুঁড়েঘরের আয়োজন শেষে খাবার পরিবেশন করা হয়। সঙ্গে ছিল বর্ণিল আতশবাজির খেলা। পরে শিরোনামহীনের ‘এই অবেলায়’ কিংবা ‘জাদুকর’ গান লাখো শিক্ষার্থী সহ মঞ্চ মাতায়।
শিরোনামহীনের মুগ্ধতা কাটতে না কাটতেই শুরু হয় ডিজে এছাড়াও ছিল ধামাইল। পরে রাত সোয়া দেড়টায় আয়োজক কমিটি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কার্নিভাল ২০২২-এ স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নিশাত জাহান চৌধুরী। পরে কার্নিভাল কমিটির নেতৃত্বে এক শোভাযাত্রা মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফাতেমা উম্মে হানি কোরআন পাঠ, সূচনা দেব গীতা পাঠ ও শ্যালোমী সরকার বাইবেল পাঠ করেন।
তখন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত গাওয়া হয়, এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমদ। পরে নিশাত জাহান চৌধুরী অতিথিদের মঞ্চে ডেকে নিলে আগত অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে হুরে জান্নাত নিশাত অতিথিদের সামনে স্কুল প্
রেজেন্টেশন তুলে ধরেন। তখন নুরজাহান সুয়ারা, এহসানা চৌধুরী, ফাতেমা জহুরা, আতেকা বেগম, রাহেলা পারভীন লিমা, নাসরিন ফেরদৌসী জুঁই এবং ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হবে বিদ্যালয়ের রঙিন দিনের স্মৃতিচারণ। অন্যদিকে ছিল বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ফটো সেশনের পর্ব। সন্ধ্যায় স্থানীয় সঙ্গীত শিল্পী সুমিত পাল এবং বিথী চৌধুরী তাদের গানে মাতান শিক্ষার্থীদের। অন্যদিকে চলছিল প্রাক্তন