রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : সিনেমার আলোচনায় নেই অভিনেত্রী মাহিয়া মাহি। আর তাই তার ভ্ক্তদের প্রশ্ন-মাহি কি তবে এভাবেই ধীরে ধীরে সিনেমা থেকে বিদায় নিচ্ছেন? যদিও মাহি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। এবার ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
ঈদের পর তার অভিনীত মুক্তি পেতে চলেছে ‘আশীর্বাদ’ সিনেমা। ইতোমধ্যে এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানালেন, ভালো দিন দেখে সিনেমাটি মুক্তি দেয়া হবে।
মানিক আরও বলেন, ‘ঠিক সময়ে অনুদানের সিনেমাটি কাজ শেষ করতে পেরে ভালো লাগছে। সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটির প্রশংসা করেছেন। রোজার ঈদের পর মুক্তির পরিকল্পনা করছি।’
ছবিতে মাহির সঙ্গে জুটি বেঁধেছেন রোশান। সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে ছবির গল্প এগিয়েছে। কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। তরুণ ও বৃদ্ধ দুই বয়সের মাহিকে দেখা যাবে সিনেমায়। এ ধরনের চরিত্রে এটিই তার প্রথম অভিনয়।
ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এর সহপ্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার। কাহিনি ও চিত্রনাট্যও তার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।
উল্লেখ্য, মাহিয়া মাহী ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহীর পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে, এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুন দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা: দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
২০১৫ সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি ২ চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০১৫ সালের ১৮ জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়।
তিনি ২০১৬ সালে হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের ‘অরু’ চরিত্রে, এবং অন্ধ মেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন, দুটি চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়। ২০১৭ সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র, চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ২০১৮ সালে তার অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পায়।