সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অবৈধ ভাবে পার্কিং করে রাখা যানবাহন এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল রেলওেয়ে ষ্টেশন শোভা বর্ধন পরিষদের সহযোগীতায় ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, শ্রীমঙ্গল থানার ট্রাফিক বিভাগ এবং রেলওয়ে থানা যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন কুমার পাল, শ্রীমঙ্গল থানা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তপন তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন শোভাবর্ধন পরিষদের সভাপতি বিকুল চক্রবর্তী, সদস্য সাংবাদিক এস কে দাশ সুমন ও রুপম আচার্য্য প্রমূখ।
অভিযান শেষে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ ভাবে পার্কিং করে রাখা যানবাহনগুলো আটক করে ট্রাফিক পুলিশ। এবং ভভিষতে এলোমেলো ভাবে গাড়ি পার্কিং না করার জন্য চালকদের সচেতন করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন কুমার পাল বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী, সমগ্র বিশ্ব থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসেন । তাই রেলওয়ে স্টেশনকে একটি পরিচ্ছন্ন স্টেশন করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
আর শ্রীমঙ্গল থানা ট্রাফিক ইন্সিপেক্টর তপন তালুকদার বলেন, স্টেশন এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, যেহেতু শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন শহর তাই এখানে ট্রাফিক বিভাগ থেকে পরিবহণের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাদের সকল সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে রেলওয়ে স্টেশন এলাকার সকল অবৈধ পার্কিং এর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, স্টেশন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে, কিছুদিন পর আবারো দোকানপাট বসে। আমরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি সেই সাথে স্টেশন এলাকা পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিতকরন করা হয়। এবং স্টেশনের সার্বিক সমস্যা নিয়ে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি অতি শিগ্রই আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনকে একটি আধুনিক রেলওয়ে স্টেশন হিসেবে দেখতে পাবো।
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন শোভাবর্ধন পরিষদের সভাপতি বিকুল চক্রবর্তী জানান, ষ্টেশনটিকে দৃষ্টিনন্দন করে রাখতে ষ্টেশন কর্তৃপক্ষের পাশাপাশি আমরা বিভিন্ন সময় পরিচ্ছন্ন অভিযানে অংশনেই। ইতিমধ্যে শ্রীমঙ্গল ষ্টেশনের সামনে থেকে ময়লার ভাগার ও এর ভিতর বাহিরে জমে থাকা ময়লা অপসারণ করা হয়। এখন শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন আগের যে কোন সময়ের চেয়ে পরিচ্ছন্ন। তবে এ পরিচ্ছিন্নতা ধরে রাখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন তিনি।