সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার:: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারের রনি কমিউনিটি সেন্টারের সামন থেকে আজ ১৬ মার্চ (বুধবার) সকাল ১১ ঘটিকায় ৩ জন মোটর সাইকেল ছুর সদস্য কে গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ী। উল্লেখ্য গত ৪ তারিখ সাটিয়া মেলা থেকে এই মটরসাইকেলটি ৩জন মিলে চুরি করেছে বলে পুলিশ সদস্যদের জিজ্ঞাসা বাদে সত্যতা পাওয়া যায়।
গ্রেফতার কৃতরা হলেন, নামঃ-রুয়েল আহমেদ,(৩৫) পিতা মৃত বলু মিয়া,সাংঃ-গোরারাই, থানা ও জেলা মৌলভীবাজার সদর। নামঃ-আমিন উল্লাহ (৩৭) পিতাঃ-হাজী হাফিজ উল্লাহ,সাংঃ- সাটিয়া,থানা ও জেলা মৌলভীবাজার। নামঃ-মনশাদ মিয়া,(২৫) পিতাঃ- বাদশা মিয়া, সাংঃ- গোরারাই, থানা ও জেলা মৌলভীবাজার। এই তিন জন চুর সদস্য কে গ্রেফতার করা হয়। োমটর সাইকেল এর মালিক মোঃ-রিপন মিয়া (৩৯)পিতা আবুল কালাম, সাং কাজির গাও,পূর্ব বড় বাখইর,থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ, বাদী হয়ে একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।শে রপুর পুলিশ ফাঁড়ির এ এস আই মসাইদ কামালের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। এবং এ বিষয়ে মামলা পক্রিয়াদিন রয়েছে বলে তিনি জানান।