শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পুলিশের নিরস্ত্র এসআই পদে নিয়োগের জন্য ‘কম্পিউটার দক্ষতা’ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এই পদে চাকরি পেতে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ জন প্রার্থীর মধ্যে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ২৫০ জন।
বুধবার বাংলাদেশ পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এ ফল পাওয়া যাবে।
শুধুমাত্র কম্পিউটার দক্ষতায় উত্তীর্ণরাই পরে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) গত ৫ থেকে ১৫ মার্চ পরীক্ষায় বসেন প্রার্থীরা; প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ এই ২ হাজার ২৫০ জনের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান পরে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে জানানো হবে।