সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টেরফাইনাল খেলা
১৭ই মার্চ বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত হয়,।ফাইনালে ৩উইকেটে খলিলপুর সানরাইজ ক্রিকেট ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ারঅর্জন করে হলিমপুর ভাই ভাই যুব সংঘ । প্রথমে ব্যাট করে খলিলপুর সব উইকেটে ১৪৮ রান করে, জবাবে নির্ধারিত ওভারে৭উইকেট হারিয়ে জয়লাভ করে হলিমপুর ভাই ভাই যুব সংঘ। ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের মোস্তাকিম।
এসোসিয়েশন এর সভাপতি আমিরুল ইসলাম সাহেদের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য জামাল হোসেনের পরিচালনায় প্রধানঅতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেলচেয়ারম্যান ইলিয়াছ মিয়া,গোরারাই ইউকে ট্রাস্ট এর সভাপতি এহসানুল হক চৌধুরী বেলাল,সাবেক সভাপতি আব্দুলমুমিন,সাধারন সম্পাদক শাহ গোলজার আহমেদ,নির্বাহী সভাপতি আরমান চৌধুরী, সিনিয়র সদস্য রিয়াজুল ইসলাম জাবেদ, সুয়েব মিয়া, সালেহ আহমেদ লিমন,তোফায়েল আহমেদ তারেক,ফয়েজউদ্দিন সামছু,তোফায়েল চৌধুরী, আশরাফ মিয়া,ফরহাদচৌধুরী।